বোতলে যেহেতু ফুডপান্ডা লেখা তাই উচিত রাইডারদের জন্য ফ্রিতে দেওয়া এতে ফুডপান্ডার মার্কেটিং হবে।
বোতলগুলো দেখতে সুন্দর কোয়ালিটি সম্পন্ন। তবে আমি মনে করি ফুডপান্ডা কর্তৃপক্ষের উচিত এই বোতলগুলো রাইডারদের জন্য ফ্রি তে দেওয়া। কারণ এটাতে ফুডপান্ডা লিখা আছে । ফুডপান্ডা মার্কেটিং এর জন্য প্রচুর পরিমাণ টাকা খরচ করে তার তুলনায় এই বোতলগুলো মূল্য খুবই সামান্য।রাইডার রা বোতল গুলো সাথে রাখলে এটাও একটা মার্কেটিং হবে। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যদি সম্ভব হয় রাইডারদের জন্য এই বোতলগুলো ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করিলে কৃতজ্ঞ থাকিব।